Last Updated: October 16, 2012 14:28

আজ, মঙ্গলবার রাতটা একটু অন্যরকম। পর্তুগালের জার্সি গায়ে আজই সেঞ্চুরি করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ ব্যাট হাতে নয় রোনাল্ডোর সেঞ্চুরিটা আসতে চলেছে দেশের হয়ে শততম ম্যাচে খেলতে নেমে। তৃতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন সিআর সেভেন। এ ব্যাপারে তাঁর থেকে ‘সিনিয়র’ লুইস ফিগো (১২৭) এবং ফের্নান্দো কুতো (১১০)। মঙ্গলবার রাতে রোনাল্ডোর সেঞ্চুরি ম্যাচে প্রতিপক্ষ দুর্বল উত্তর আয়ারল্যান্ড। যারা ক`দিন আগেই নেদারল্যান্ডের কাছে ৬-০ গোলে হেরেছে। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর আয়ারল্যান্ডের অবস্থান ১১৭। এ হেন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক করে তাঁর সেঞ্চুরি করে বাঁধিয়ে রাখুন এই নিয়েই পর্তুগাল জুড়ে প্রার্থনা শুরু হয়ে গেছে।
এদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেতে ইংল্যান্ড খেলবে পোল্যান্ডের সঙ্গে। ইউরো এবং বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নামছে ফ্রান্সের বিরুদ্ধে। ইতালি খেলবে ডেনমার্কের সঙ্গে। জার্মানি নামছে সুইডেনের বিরুদ্ধে। আর্জেন্টিনা মুখোমুখি চিলি।
First Published: Tuesday, October 16, 2012, 16:21