Last Updated: December 22, 2013 15:59

বিতর্কই যে শো-এর টিআরপি বাড়ানোর সেরা উপায়, সেই শো-থেকেই বিদায় জানাতে হল বিতর্কের চূড়ামণিকেই। শারীরিক নির্যাতনের দায়ে বিগ বস-এর গোপন ঘর থেকে পুলিসের কাছে গ্রেফতার হওয়া আরমান কোহলি ঘর ছাড়লেন। ভোটিংয়ে হেরে গেম থেকে বাদ পড়ে গেলেন আরমান। তবে অনেকেই বলছেন, টিআরপি- বাড়ানোর খেলায় নেমে শালীনতার মাত্রা ভাঙা আরমানকে বিরক্ত হয়েই বাদ দিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। অনেকে আবার বলছেন, আরমান ইস্যুকে বাড়িয়ে আর টিআরপি আসবে না বুঝতে পেরেই জানি দুসমান-এর ভিলেনকে বাদ দিয়ে দেওয়া হল।
আরমান বিদায়ের পর বিগ বস-এ টিকে রইলেন এখন তানিশা, গোহার খান, সংগ্রাম মুখার্জি, আইজাজ খান, আর ভিজে অ্যান্ডি। শোনা যাচ্ছে এবার বিতর্কের ব্যাটন আর ফোকাশ পয়েন্টে নিয়ে আসা হবে অ্যান্ডিকে। এবার আর মারামারি নয় অ্যান্ডি বিতর্কের শিরোনামে উঠে আসতে অন্যঠ কিছু পন্থা নেবেন।
অবশ্য অ্যান্ডি নন বিগ বস-সাত-এ জেতার সেরা বাজি ধরা হচ্ছে কুস্তিগীর সংগ্রাম সিং ও আইটেম গার্ল গোহার খানকে। তনুজা তনয়া তানিশা কিছুটা অ্যান্ডারডগ।
First Published: Wednesday, December 25, 2013, 15:19