Last Updated: February 12, 2012 13:00

রবিবার সকালে কলকাতা শহরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে।
রবিবার সকালে এলাকার একটি কচুরির দোকানে প্রাতঃরাশ সারতে এসেছিলেন অমিত রুংতা ও তাঁর স্ত্রী। সেখানেই দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ছিনিয়ে নেওয়া হয় অমিত রুংতার সোনার আংটি ও টাকাপয়সা। দুষ্কৃতীদের ছুরির আঘাতে অমিত রুংতা সামান্য আহত হয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পোস্তা থানার পুলিস।
First Published: Sunday, February 12, 2012, 13:00