মেদিনীপুরে পট মেলা, potchitra fair in midnapur

মেদিনীপুরে পট মেলা

মেদিনীপুরে পট মেলামেদিনীপুরে শুরু হচ্ছে পটশিল্পের মেলা- পটমায়া। সেখানে থাকছেন গ্রামের সব পটশিল্পীরা, কিছুদিন আগেও অস্তিত্বের সংকট যাঁদের জীবনে বড় প্রকট হয়ে উঠেছিল। কিন্তু বিশ্বের বাজারে পটচিত্রের কদর বাড়ায় ছবিটা বদলে গেছে অনেকটাই। এখন লন্ডন-প্যারিসেও পৌঁছে যাচ্ছে জবা চিত্রকর, ফুলমণি চিত্রকরের পটচিত্র। পাশে দাঁড়িয়েছে শিল্পীদের একটি সংগঠন।

First Published: Saturday, November 19, 2011, 21:40


comments powered by Disqus