আলু সঙ্কটের কোপে অরূপ রায়, কৃষি বিপণন মন্ত্রীর ক্ষমতা খর্ব করে দফতরের ভার নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আলু সঙ্কটের কোপে অরূপ রায়, কৃষি বিপণন মন্ত্রীর ক্ষমতা খর্ব করে দফতরের ভার নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আলু সঙ্কটের কোপে অরূপ রায়, কৃষি বিপণন মন্ত্রীর ক্ষমতা খর্ব করে দফতরের ভার নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী  আলু সঙ্কটে, সঙ্কটে পড়লেন মন্ত্রী অরূপ রায়। আপাতত তাঁর হাতে থাকা কৃষি-বিপণন দফতরের ভার নিজের হাতেই তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, আলু সঙ্কট সামলাতে তাঁর সরকার সত্যিই ব্যর্থ হয়েছে।
 
১৩ টাকা কেজি দরে আলু বিক্রির সরকারি ফরমানই রাজ্যে আলু সঙ্কট তৈরি করেছে। আলু সঙ্কট ঠেকাতেও সরকার তেমন তত্পর নয়। একের পর এক অভিযোগ উঠছিল। পাড়ার বাজারে দেড় টন আলু বেচে মন্ত্রী দায় ঠেলেছিলেন বিরোধীদের ঘাড়ে।

তিনি নিজেই কৃষি-বিপণন দফতর দেখবেন। বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণা বুঝিয়ে দিল, সরকার কার্যত ব্যর্থতার দায়টা স্বীকার করে নিল।    
 
আড়তদারদের একাংশকেই সঙ্কটের জন্য দায়ি করে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। 
 
মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যে আলু সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য রাজ্যে সরবরাহ করা যাবে না।
 
আলু সরবরাহ হবে কড়া পুলিসি প্রহরায়। থাকবে কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টার নজরদারি।
 
জেলায় জেলায় পুলিস ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
 
বুধবার সকালে কোলে মার্কেটে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
 

First Published: Wednesday, November 6, 2013, 18:46


comments powered by Disqus