Last Updated: March 7, 2013 10:35

উত্পাদন খরচ বেড়েছে, বেড়েছে ফলনও। কিন্তু, দাম বাড়েনি। ফলে চরম সমস্যায় বর্ধমান জেলার আলু চাষীরা। গত কয়েক বছরে লাগামছাড়া হারে বেড়েছে রাসয়নিক সারের দাম। দাম বেড়েছে ডিজেল এবং বিদুতেরও। ফলে একধাপে অনেকটাই বেড়ে গেছে আলুর উত্পাদন খরচ। কিন্তু, সেই হারে বাড়েনি আলু বাজার দর। ফলে নুন আনতে পান্তা ফুরনোর দশা বর্ধমানের আলু চাষীদের।
রায়না, গলসি, আউশগ্রাম, জেলার প্রায় সর্বত্র জমি থেকে আলু তোলার মরসুম এলেও মুখে হাসি নেই আলু চাষীদের। বর্তমানে এক বস্তা আলুর দাম দুশো কুড়ি টাকা। বিঘে প্রতি সত্তর বস্তা মতো আলুর ফলন হয়। ফলে বিঘে প্রতি আলু বিক্রি করে চাষীর হাতে আসে সাড়ে পনেরো হাজার টাকার মতো। অথচ এক বিঘে জমিতে আলু চাষ করতে গড়ে উত্পাদন খরচ প্রায় পনেরো হাজার টাকা। আলু বিক্রি করে লাভ বলতে কিছুই থাকছে না চাষীদের হাতে।
First Published: Thursday, March 7, 2013, 10:35