Last Updated: October 27, 2013 08:59

বাজারে আলুর দাম বেধে দিয়েছে সরকার। জ্যোতি আলু প্রতি কেজি ১৪ টাকা ও চন্দ্রমুখী আলু কেজি প্রতি ১৬ টাকা দাম নির্ধারিত হয়েছে। কিন্তু বাজারে জ্যোতি আলুই বিকোচ্ছে ষোল টাকা কেজি দরে। আলু ছাড়াও অন্যান্য সবজির দামও বেশ চড়া।
সবজির দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স তৈরি করেছে সরকার। ফড়েরাজ রুখতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। তবু বাস্তবটা হচ্ছে সবজির দাম কমছে না। সবজি বিক্রেতাদের অভিযোগ, ছোট বাজার নয় আড়তদারদের দামে লাগাম টানলেই নিয়ন্ত্রণে আসবে আলু সহ অন্যান্য সবজির দাম।
দাম নিয়ন্ত্রণে জ্যোতি আলুর দর বেঁধে দেয় রাজ্য সরকার। খুচরো বাজারে ১৪ টাকা কেজি দরে বিক্রি করতে হবে জ্যোতি আলু। কোল্ড স্টোরেজ ও পাইকারি বাজারে জ্যোতি আলুর দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে চন্দ্রমুখী আলুর দাম জ্যোতি আলুর থেকে প্রতি কেজিতে দু টাকা বেশি হবে বলে জানিয়ে ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়।
এদিকে, গতকালে পুলিসের জালে ধরা পড়ে দুই আলু পাচারকারি। বর্ধমানের নবাবহাটে দুনম্বর জাতীয় সড়কে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিস। গতকাল রাতে ৩০০ বস্তা আলু সমেত একটি লরি পাকড়াও করে বর্ধমান পুলিস। গ্রেফতার করা হয় লরির চালক ও খালাসিকে। পুলিসের অনুমান ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল আলু বোঝাই লরিটি।
First Published: Sunday, October 27, 2013, 08:59