Last Updated: November 7, 2013 11:37

মুখ্যমন্ত্রীর ঘোষণা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টহলদারি। নিটফল, বাজার থেকে কার্যত উধাও আলু। সরকারের বেঁধে দেওয়া দাম ১৩ টাকায় আলু বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে খুচরো ব্যবসায়ীরা। পাইকারি বাজার থেকে বেশি দামে আলু কিনে বিক্রি করতে হচ্ছে কম টাকায়। ফলে ক্রমশ দুস্প্রাপ্য হচ্ছে আলু। বাজারে হন্যে হয়ে ঘুরছেন গৃহস্থ।
আপাতত অরূপ রায়ের হাতে থাকা কৃষি-বিপণন দফতরের ভার নিজের হাতেই তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, আলু সঙ্কট সামলাতে তাঁর সরকার সত্যিই ব্যর্থ হয়েছে। ১৩ টাকা কেজি দরে আলু বিক্রির সরকারি ফরমানই রাজ্যে আলু সঙ্কট তৈরি করেছে। আলু সঙ্কট ঠেকাতেও সরকার তেমন তত্পর নয়। একের পর এক অভিযোগ উঠছিল। পাড়ার বাজারে দেড় টন আলু বেচে মন্ত্রী দায় ঠেলেছিলেন বিরোধীদের ঘাড়ে।
বাজারে থেকে আলু উধাও হয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের অদক্ষতাকেই দায়ী করেছেন বামফ্রন্ট চেয়রম্যান বিমান বসু। এ দিন তিনি অভিযোগ করেন, "সরকার অদক্ষতার সঙ্গে কাজ করছে।"
First Published: Thursday, November 7, 2013, 11:37