পৌলমি , সৌম্যদীপের নতুন কোচ আসছেন পোল্যন্ড থেকে, Poulomi, Soumyadip get Polish coach

পৌলমি , সৌম্যদীপের নতুন কোচ আসছেন পোল্যন্ড থেকে

পোল্যান্ডের লেসেক কুর্চাস্কি পৌলমি , সৌম্যদীপের নতুন কোচ হয়ে আসছেন ভারতে।

আগামী ৩রা অক্টোবর এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর সবুজ সঙ্কেত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
টিটিআইএফ সচিব ধনরাজ চৌধুরী জানিয়েছেন।
সুইডেনের কোচ আ্যন্ডার্সন কে আনার কথা থাকলে ও তা বাস্তবায়িত হয়নি।
চেকোস্লোভাকিয়ার এক কোচ ও আছে ।
পোল্যান্ডের লেসেক কুর্চাস্কি কে ক্রীড়ামন্ত্রক পছন্দ করলে তাকেই চূড়ান্ত করা হবে।

First Published: Monday, September 26, 2011, 12:59


comments powered by Disqus