শুরু হল পৌষমেলা

শুরু হল পৌষমেলা

শুরু হল পৌষমেলাশান্তিনিকেতনে শুরু হল পৌষমেলা। গতকাল রাতে বৈতালিকের মধ্যে দিয়েই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কলাভবনের ছাত্রছাত্রীদের তুলির টানে সেজে উঠেছে ছাতিমতলা। কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে, আজ সকালে সেখানেই হয় উপাসনা। উপাসনায় ছিলেন বিশ্বভারতীর উপচার্য, আশ্রমিক, ছাত্রছাত্রী এবং পর্যটকরা।

এবারও মেলা বসেছে পূর্বপল্লী জাতীয় সংহতি কেন্দ্র সংলগ্ন মাঠে। মেলায় থাকছে মোট ১,২৫০টি স্টল। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ৭টি সিসিটিভি এবং ৩টি ওয়াচ টাওয়ার। পৌষমেলা উপলক্ষে ইতিমধ্যেই শান্তিনিকেতনে পর্যটকদের ঢল নেমেছে। আগামী দু`দিনে তা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।

First Published: Friday, December 23, 2011, 11:45


comments powered by Disqus