Last Updated: May 15, 2013 22:40

টানা দুদিন ধরে বিদ্যুত্ নেই বর্ধমান মেডিক্যাল কলেজের অনাময় হাসপাতালে। নেই পানীয় জলের সরবরাহ। আটচল্লিশ ঘন্টা ধরে এই অবস্থা চলায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। বন্ধ রয়েছে যাবতীয় অস্ত্রপচারও।
বছর চারেক আগে তৈরি হয় বর্ধমান মেডিক্যাল কলেজের এই সুপার স্পেশালিটি উইং। মেডিক্যাল কলেজের ওপর চাপ কমাতেই তা তৈরি হয়েছিল। কার্ডিওলজি সহ গুরুত্বপূর্ণ ৫টি বিভাগকে সেখানে নিয়ে যাওয়া হয়। ফলে শুধু বর্ধমানই নয়, দূরদূরান্ত থেকে প্রতিদিনই বহু মানুষ সেখানে আসেন চিকিত্সার জন্য। বিদ্যুত্ না থাকায় মুখ থুবড়ে পড়েছে যাবতীয় পরিষেবা।
বিদ্যুত্ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। যদিও হাসপাতালে বিদ্যুত্ না থাকার বিষয়ে কিছুই জানেন না বলে জানান জেলাশাসক ওঙ্কার সিং মীনা।
First Published: Wednesday, May 15, 2013, 22:40