বিদ্যুত্‍ বিভ্রাট চলছেই

বিদ্যুত্‍ বিভ্রাট চলছেই

বিদ্যুত্‍ বিভ্রাট চলছেই
রাজ্যের বিদ্যুত্‍ পরিস্থিতির সঙ্কট এখনও কাটেনি।
বুধবার বিদ্যুত্‍ ঘাটতি পৌঁছে যায় এক হাজার মেগাওয়াটে। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুতমন্ত্রী মণীশ গুপ্ত দফায় দফায় বৈঠক করেন বিদ্যুত্‍ কর্তাদের সঙ্গে। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গেও আলাদা ভাবে কথা বলেন তিনি। ইসিএল কর্তৃপক্ষ বাড়তি দু-রেক কয়লা পাঠানোর আশ্বাস দেয়। বৃহস্পতিবার সেই বাড়তি কয়লা পৌঁছনোর কথা। তবে একইসঙ্গে ইসিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বকেয়া না মেটানো পর্যন্ত এভাবে বেশিদিন কয়লা পাঠানো সম্ভব নয়। ফলে কয়লার জোগান স্বাভাবিক না হলে রাজ্যের বিদ্যুত্‍ ঘাটতি  মিটবে না।

First Published: Thursday, October 13, 2011, 12:15


comments powered by Disqus