কলকাতায় ফের বাড়ল বিদ্যুতের দাম

কলকাতায় ফের বাড়ল বিদ্যুতের দাম

Tag:  power teriff kolkata cesc
কলকাতায় ফের বাড়ল বিদ্যুতের দামতিনমাস কাটতে না-কাটতেই ফের বিদ্যুতের দাম বাড়ালো সিইএসসি। ইউনিট প্রতি দাম ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে চলতি বছরে দুবার বিদ্যুতের দাম বাড়ালো ওই বেসরকারি সংস্থা। সিইএসসি এলাকার সঙ্গেই গত একবছরে পাল্লা দিয়ে বিদ্যুতের দাম বেড়েছে পর্ষদ এলাকায়। ফলে হাঁসফাস গরমে বাড়তি বিদ্যুতের চাহিদার সঙ্গেই লাফিয়ে বেড়েছে বিদ্যুতের খরচও।

First Published: Wednesday, May 30, 2012, 15:48


comments powered by Disqus