Last Updated: November 28, 2012 20:53

ইডেন পিচ বিতর্ক অব্যাহত। বিসিসিআই-এর পিচ কিউরেটর দলজিত সিংয়ের নির্দেশে ইডেনের পিচ তৈরির কাজ তদারকি করতে কলকাতায় উপস্থিত হয়েছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। দলজিতের এই নির্দেশ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে প্রবীর মুখার্জিকে। তিনিও পাল্টা হুমকি দিয়েছেন ধোনির দাবি মতো টার্নিং ট্র্যাক বানাতে গিয়ে যদি `আন্ডার প্রিপেয়ার্ড` পিচ হয়ে যায় তার জন্য দায়ী থাকবে সিএবি ও বোর্ড। বিসিসিআই এর চাপের মুখে পড়ে ঘুরিয়ে দায়িত্ব ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন প্রবীর মুখার্জি। প্রবীরবাবু যাই বলুন না কেন ধোনিদের জন্য ঘূর্ণি উইকেট দিতে বদ্ধপরিকর সিএবি।
First Published: Wednesday, November 28, 2012, 20:53