প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে নয়া সূত্র পেল সিআইডি

প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে নয়া সূত্র পেল সিআইডি

প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে নয়া সূত্র পেল সিআইডিবর্ধমানের প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডের তদন্তে নেমে নয়া সূত্র পেল সিআইডি। জিজ্ঞাসাবাদের পর ঘটনায় ধৃত ৪ জনের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পেল সিআইডি। জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাসি শুরু করেছে সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া লাঠি, বাঁশ, গাছের ডাল পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। বুধবার ধৃতদের ফের আদালতে তোলা হবে।

বর্ধমানের প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডের জেরে এবার সরানো হলো বর্ধমান থানার আইসিকে। জানা গেছে দীর্ঘদিন ধরেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গত ২০ ফেব্রুয়ারিই শোকজ করা হয় তাঁকে। তবে এরপরেই ধৃত ৪ জনের যুক্ত থাকার প্রমান পেল সিআইডি। সোমবার থেকে জেরা করে এব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। মাত্র ২ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার পরেই ধৃত ছোটন চক্রবর্তী, পতিতপাবন তা, সুরজিত্‍ তা এবং ভূপাল গোস্বামীকে টানা জেরা করেন গোয়েন্দারা। জেরায় বেশকিছু তথ্যও মিলেছে।

ওই তথ্য অনুসারে বাকিদের খোঁজে বর্ধমান জেলা এবং আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাসি শুরু করেছে সিআইডি। যদিও এখনও বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি সিআইডি। রক্তমাখা যে লাঠি, বাঁশ এবং গাছের ডাল উদ্ধার হয়েছিল সেগুলি পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। আইন না থাকলেও নিয়ম অনুসারে ধৃতদের আর নিজেদের হেফাজতে নিতে পারবে না সিআইডি। কিন্তু ধৃতদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ মেলায় তাদের জামিনের বিরোধিতা করবে সিআইডি।

First Published: Tuesday, March 6, 2012, 22:45


comments powered by Disqus