Last Updated: April 23, 2013 18:09

নিজের ৪০ বছরের রাজনীতির জীবনে এমন `অপদার্থ` সরকার দেখেন নি। আজ দলের আইন অমান্য কর্মসূচীতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রী নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করেন না। এভাবে কোনও সরকার চলতে পারে না। এতবড় অপদার্থ সরকার তাঁর রাজনৈতিক জীবনে দেখেননি। আজ এভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে তুলোধোনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
চিটফান্ড ঠেকাতে মুখ্যমন্ত্রীর গঠিত কমিশনে অনাস্থা জানাল কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়ে দিয়েছেন, গরীব মানুষদের অর্থ ফেরত দিতে না পারলে তাঁরা কমিশন মানবেন না।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চিটফান্ড কাণ্ডে দোষীদের শাস্তির দাবি সমেত বেশ কয়েক দফা দাবিতে আজ রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কলকাতাতেও চলছে অবস্থান বিক্ষোভ। আলিপুরে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে চিটফান্ড কাণ্ডে দোষীদের গ্রেফতার করতে হবে।
First Published: Tuesday, April 23, 2013, 19:11