Last Updated: May 30, 2012 22:24

রাজ্যে অবাধ নির্বাচনের পরিবেশ নেই। এই অভিযোগে আগেই রাজ্যের মুখ্যসচিবের দ্বারস্থ হয়েছেন বমেরা। এবার সেই একই আশঙ্কা নিয়ে মহাকরণে গিয়ে মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
পরিবর্তনের স্লোগানকে সামনে রেখে বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। সরকারের অন্যতম জোট শরিক কংগ্রেসই এখন প্রশ্ন তুলছে সেই পরিবর্তন নিয়ে। ৬ টি পুরসভার ভোটকে ঘিরে অপহরণ, সংঘর্ষ, দলীয় অফিস ভাঙচুরের ঘটেই চলেছে। বারবারই অভিযোগের আঙুল উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। বাম থেকে কংগ্রেস সকলেরই অভিযোগ তাদের নির্বাচনে প্রচার করতে দেওয়া হচ্ছে না। ফলে এবার আদৌ ভোটে মানুষ সুষ্ঠভাবে নিজেদের রায় দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রদীপ ভট্টাচার্য। মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্য সচিবকে তাঁর আশঙ্কার কথা জানানোর পাশাপাশি চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকেও।
First Published: Wednesday, May 30, 2012, 22:28