Last Updated: January 15, 2014 13:58

অবশেষে পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান প্রদীপ শূর। এসএসসি ফাণ্ডের টাকায় দামী মোবাইল কিনে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মাসদুয়েক আগে আমরাই প্রথম দেখাই সেই খবর। গোটা ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শিক্ষা দফতরকে।
চেয়ারম্যানের ওই কাজে অনুমোদন দেয়নি স্কুল সার্ভিস কমিশন বোর্ডও। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিক্ষা সচিবকে। ওই নির্দেশেমতোই চেয়ারম্যানকে মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়। সেইমতো আজ চেয়ারম্যান প্রদীপ শূর পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।
কমিশনের ফান্ড থেকে ৪৭ হাজার টাকা নিয়ে মোবাইল কিনে এর আগে বিতর্ক তৈরি করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান প্রদীপ শূর। আর এবার কমিশনের ফান্ড থেকে রীতিমত দু-লাখ টাকা দিয়ে দাতা কর্ণ হলেন তিনি।
কোনও স্কুলের বিষয় নয়, তিনি নিজে যে কল্য়ানী বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্র সেই বিভাগের একটি সেমিনারের জন্য পুরো দু-লক্ষ টাকা তুলে দিলেন। স্কুল সার্ভিস কমিশনের যে ফান্ডের টাকা ব্যবহার করা হয় পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠভাবে চালানোর জন্য সেই টাকা কিভাবে একটা একটা বিশ্ববিদ্যালয়ের সেমিনারের জন্য দান করা যায় সে বিষয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে।
অক্টোবরের শেষের দিকে এসএসসি-র নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন প্রদীপ শূর। কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রদীপ শূর এসএসসির নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন৷ তিনি কাঁচরাপাড়া কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপকও৷
First Published: Wednesday, January 15, 2014, 13:58