Prakash Karat takes on UP gang-rape

নারীর ওপর অপরাধ এক সামাজিক ব্যাধি: প্রকাশ কারাট

বদায়ুঁতে যেভাবে দুই দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তা রাজনীতির বিষয় নয় বরং আশঙ্কার কথা। এমনটাই মনে করেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। তিনি বলেন, নারীর ওপর অপরাধ ক্রমশ এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

তৃণমূল কংগ্রেস এরাজ্যে কোনও রকম বিরোধিতা সহ্য করতে পারছে না, অভিযোগ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। শুধু সিপিআইএমই নয় অন্য বিরোধী দলের কর্মীদের উপরেও তাই বারবার হামলা হচ্ছে বলে দাবি করেন তিনি।



First Published: Sunday, June 1, 2014, 21:13


comments powered by Disqus