Last Updated: April 12, 2013 17:46

বিরানব্বই বছর বয়সে দাদা সাহেব ফালকে সম্মান পেলেন অভিনেতা প্রাণ। ভারতীয় চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য ২০১২ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মনে ভূষিত করা হল বর্ষীয়ান অভিনেতাকে।
১৯৪০ থেকে ১৯৯০। অর্ধশতাব্দী ধরে বড় পর্দা জুড়ে ছিলেন প্রাণ কুমার শিকন্দ। মোট ৩৫০টি ছবিতে, কখনও নায়ক আবার কখনও খলনায়কের ভুমিকায় অভিনয় করেছেন প্রাণ। এর আগে পদ্মভূষণেও সম্মানিত করা হয়েছে তাঁকে।
প্রণের অনেক ছবির মধ্যে আজও দর্শকের মনে দাগ কাটে `জঞ্জির`, `ডন`, `অমর আকবর অ্যান্টনি`। ষাটের দশকে শাম্মি কপূরের বিপরীতে বহু ছবিতে অভিনয় করেন প্রাণ। ১৯৯৭-এ `মৃত্যুযুদ্ধ` ছবিতে শেষ বারের মতো বড় পর্দায় দেখা যায় প্রাণকে।
তবে বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগছেন তিনি। জঞ্জির ছবির রিমেকে শের খানের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।
First Published: Friday, April 12, 2013, 17:46