Last Updated: November 23, 2012 15:19

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাণ। সারা দেশে চিন্তায় প্রার্থনা করছিল বর্ষীয়ান অভিনেতার জন্য। আজ সকালে চিকিত্সকরা জানিয়েছেন এখন ভাল আছেন প্রাণ।
গত সপ্তাহে হঠাত্ অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হন প্রাণ। শুক্রবার সকালে লীলাবতি হাসপাতালের তরফে সুধীর দাগাওঁকর জানান, "প্রাণ এখানে ভর্তি রয়েছেন। উনি ভাল আছেন। তবে কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা এখনই বলা যাচ্ছে না"।
বিরানব্বই বছরের এই অভিনেতার ভাল থাকার খবরে আপাতত স্বস্তিতে গোটা দেশ। ওনার সুস্থশরীরে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে।
First Published: Friday, November 23, 2012, 15:22