Last Updated: July 22, 2012 23:33

আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নেবেন প্রণব মুখোপাধ্যায়। সংসদের সেন্ট্রাল হলে প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি। ওই দিনই রাষ্ট্রপতি ভবনে পা রাখবেন প্রণববাবু। শপথগ্রহণ অনুষ্ঠানে ইউপিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিহাসের সোনালি অধ্যায়ে তিনি ঢুকে গিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার ভিকে অগ্নিহোত্রী প্রণব মুখোপাধ্যায়ের হাতে জয়ের শংসাপত্রও ধরিয়ে দিয়েছেন। তারপর থেকেই প্রোটোকলের বাধ্যবাধকতার গণ্ডির মধ্যে চলে এসেছেন প্রণববাবু। ২৫ জুলাই দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সংসদের সেন্ট্রালহলে বেলা সাড়ে এগারোটায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রণব মুখোপাধ্যায় যেহেতু বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই রাজনীতির সব মহল থেকেই নেতানেত্রীরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতিভবনে যাবেন। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাঁকে অভ্যর্থনা জানাবেন। প্রোটোকল মেনে বিদায়ী রাষ্ট্রপতিকে রাইসিনা থেকে রওনা করাবেন প্রণব মুখোপাধ্যায়।
First Published: Sunday, July 22, 2012, 23:33