শাকিলের বক্তব্যেই সায় প্রণবের

শাকিলের বক্তব্যেই সায় প্রণবের

শাকিলের বক্তব্যেই সায় প্রণবেররাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কুস্তিতে ইতি টানতে শাকিল আহমেদের বক্তব্যেই সায় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। আজ কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, `শাকিল আহমেদ এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই এই সমস্যা মেটাতে হবে।` বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রদেশ নেতৃত্বকে তৃণমূলের সঙ্গে বাকযুদ্ধ না যাওয়ার পরামর্শ দেন। ইন্দিরাভবন প্রসঙ্গে শাকিল আহমেদ জানান, দু`দলের আলোচনার পরই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্দিরাভবন প্রসঙ্গে শুক্রবার প্রণববাবুও জানান, ইন্দিরাভবনের নাম পরিবর্তন ইস্যুতে দলের অবস্থান ১৬ জানুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ঠিক করা হবে। তবে শিক্ষাক্ষেত্রে একের পর এক হামলা নিয়ে প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়ে প্রণববাবুর বক্তব্য, এটি রাজ্যের বিষয়।

First Published: Friday, January 13, 2012, 18:14


comments powered by Disqus