বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়

বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়

বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়আজ টাউনহলে পূর্বাঞ্চলের বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বৈঠকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডিরেক্টররা ছাড়াও থাকবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে সুব্বারাও। পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। তবে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদীর এই বৈঠকে যোগ দেওয়ার কথা। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রীরা না এলেও অন্যান্য প্রতিনিধিরা থাকবেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই রাজ্যগুলিকে কীভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রে আরও সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।

First Published: Saturday, December 10, 2011, 12:24


comments powered by Disqus