Last Updated: December 10, 2011 12:46

আজ টাউনহলে পূর্বাঞ্চলের বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বৈঠকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডিরেক্টররা ছাড়াও থাকবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে সুব্বারাও। পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। তবে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদীর এই বৈঠকে যোগ দেওয়ার কথা। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রীরা না এলেও অন্যান্য প্রতিনিধিরা থাকবেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই রাজ্যগুলিকে কীভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রে আরও সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।
First Published: Saturday, December 10, 2011, 12:46