Last Updated: March 15, 2013 20:34

ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল প্রয়াগ ইউনাইটেড। কল্যাণীতে প্রথম সেমিফাইনালে কোস্টারিকার সাপ্রিসাকে ২-১ গোলে হারিয়ে দিলেন রন্টিরা। এবারের আইএফএ শিল্ড যে বাংলাতেই থাকছে তাও নিশ্চিত হয়ে গেল প্রয়াগের জয়ে। ফাইনালে প্রায়াগ মুখোমুখি হবে বাংলার ডার্বি ম্যাচ বিজয়ীর।
আজ নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন ভিনসেন্ট। প্রথম গোলদাতা রফিকের ডানদিক থেকে দুরন্ত ক্রস পাসে সাপ্রিসার কফিনে শেষ পেরেকটি পোতেন তিনি।
আক্রমণ-প্রতিআক্রমণে আজ শিল্ডের প্রথম সেমিফাইনাল জমজমাট ছিল। খেলার ২৬ মিনিটের মাথায় জেমসের কর্নার থেকে দুরন্ত শটে বিপক্ষের জালে বল জড়ান রফিক। এর ঠিক দু`মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান জনসন।
First Published: Friday, March 15, 2013, 20:34