Last Updated: March 21, 2013 10:13

আক্রান্ত হলেন প্রয়াগ ইউনাইটেড দলের কর্তা বাসুদেব বাগচি। গতকাল শিল্ড ফাইনাল জেতে প্রয়াগ ইউনাইটেড। এরপরই আনন্দ উল্লাস শুরু হয় প্রয়াগ কর্তার বেহালা অরবিন্দ পল্লির বাড়ির সামন। অভিযোগ, সেসময় বাসুদেববাবু এবং তাঁর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী।
মারধর করার পর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এলে পুলিসকর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে দুষ্কৃতীরা. পরে অতিরিক্ত পুলিসবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
First Published: Thursday, March 21, 2013, 10:13