Last Updated: November 2, 2012 20:51

খুব সম্ভবত পরের সপ্তাহ কোচ বদল হতে চলেছে প্রয়াগ ইউনাইটেডে। বর্তমান কোচ সঞ্জয় সেনকে সরিয়ে বিদেশি কোচ আনতে উদ্যোগী হয়েছেন প্রয়াগ কর্তারা। সঞ্জয়ের পরিবর্তে ডাচ কোচ এলকো স্যাটরি-কে আনতে চাইছেন তাঁরা।
বেশ কয়েকদিন ধরেই স্পনসরদের সঙ্গে সমস্যা চলছিল কোচ সঞ্জয় সেনের। কিন্তু আই লিগে শুরুটা ভাল করার ফলে টিকে ছিলেন তিনি। তবে এবার কর্তারা সঞ্জয়কে কোচ পদ থেকে সরানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। কর্তাদের মতে এমরসুমে যে রকম দল তাঁরা গড়েছেন সেটা বিদেশি কোচের হাতে পড়লে আরও ভাল করবে। তবে ক্লাবের একাংশ সঞ্জয় সেনকে রেখে তাঁর মাথা উপর একজন টিডি বসানোর পক্ষে। কিন্তু এই প্রস্তাব সঞ্জয় মানবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
First Published: Friday, November 2, 2012, 20:51