Last Updated: March 15, 2012 21:20

টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ বেটাফোগোকে ছিটকে দেওয়ার পর শিল্ড ফাইনালের আগে সবার নজরে প্রয়াগ ইউনাইটেড। ইস্টবেঙ্গলের বরাবরের গাঁট হিসেবে পরিচিত প্রয়াগ ইউনাইটেড কিন্তু বেশ হাল্কা মেজাজে ফাইনালের আগের দিন।
ইস্টবেঙ্গল কোচের সবচেয়ে বেশি চিন্তা আক্রমণভাগে ইয়াকুবু-জোসিমার-ভিনসেন্ট ত্রয়ীকে নিয়ে। লাল অধিনায়কের চিন্তা প্রতিপক্ষের মাঝমাঠ। প্রয়াগ ইউনাইটেড অবশ্য ইস্টবেঙ্গলের বিশেষ কোনও ফুটবলার বা পজিশন নিয়ে চিন্তিত নয়। কোচ সঞ্জয় সেন গোটা ইস্টবেঙ্গল দলকে সমীহ করলেও, ট্রফি জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। প্রয়াগ কোচের ভরসা, দলের ভারসাম্যই।
First Published: Thursday, March 15, 2012, 21:20