২ বছরের `গর্ভবতী` ছেলে শিশুর পেট থেকে বেরলো যমজ সন্তানের ভ্রুণ

২ বছরের `গর্ভবতী` ছেলে শিশুর পেট থেকে বেরলো যমজ সন্তানের ভ্রুণ

২ বছরের `গর্ভবতী` ছেলে শিশুর পেট থেকে বেরলো যমজ সন্তানের ভ্রুণযন্ত্রণায় ছটফট করছিল চিনের ২ বছরের শিশু। পেটটা কেমন ফুলে উঠেছিল, শ্বাসও নিতে কষ্ট হচ্ছিল খুব। হাসপাতালে নিয়ে যেতেই সবার চক্ষুচড়ক গাছ। ২ বছরের সেই ছেলে শিশুর পেটে অস্ত্রপচারের পর বেরিয়া এল যমজ সন্তান। দু বছরের বাবা, থুড়ি মা, থুড়ি জন্মদাতার নাম জিও ফেং।

ডাক্তাররা বললেন, ফংয়ের পেটের মধ্যে ছিল অপুষ্ট ভ্রুণ এবং অস্ত্রপচারের পর সেই ভ্রুণ নষ্ট করা হয়। ফেংয়ের পেটের মধ্যে থাকা ভ্রুণ দুটো ছিল যমজ।

ফংয়ের পেটে থাকা ভ্রুণ নষ্ট করে না দিলে সে মারা যেতে পারাত, তাই ডাক্তাররা ঝুঁকি নেননি। মৃত ভ্রুণের মধ্যে ১০ ইঞ্চি প্রশস্ত এবং সম্পূর্ণরূপে গঠিত মেরুদণ্ড ও পা।

গত বছর পেরু তিন বছরের এক ছেলে শিশুর পেটেও সন্তানের ভ্রুণ এসেছিল।

২০০৮ সালে গ্রিসে এক ৯ বছরের কন্যা শিশুক ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ২ বছরের `গর্ভবতী` ছেলে শিশুর পেট থেকে বেরলো যমজ সন্তানের ভ্রুণ





First Published: Thursday, October 3, 2013, 10:46


comments powered by Disqus