Last Updated: June 16, 2013 12:52

পারিবারিক বিবাদের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর পিঠে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে পালিয়ে গেল স্বামী। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। পরে অবস্থার অবনতির হওয়ায় মালদহ মেডিক্যালে পাঠানো হয় তাঁকে।
রাতে অস্ত্রোপচার হলেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। গতকাল এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার শিমুলিয়া এলাকায়। চিকিত্সকেরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে ওই মহিলার। শেখ রাজুর খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।
First Published: Sunday, June 16, 2013, 12:54