পুলিস চায় ওয়াংখেড়েতেই রেকর্ড করতে বয়ান, প্রীতি চান বাড়িতে

পুলিস চায় ওয়াংখেড়েতেই রেকর্ড করতে বয়ান, প্রীতি চান বাড়িতে

পুলিস চায় ওয়াংখেড়েতেই রেকর্ড করতে বয়ান, প্রীতি চান বাড়িতে প্রীতি-নেস মামলায় মঙ্গলবার বিবৃতি দেবেন অভিনেত্রী। পুলিস চায় ঘটনাস্থল ওয়াংখেড়ে স্টেডিয়ামেই রেকর্ড করতে প্রীতির বয়ান। কিন্তু অন্যদিকে বাড়িতেই বয়ান দিতে চান প্রীতি। পুলিস সূত্রে খবর, দুদিন ধরে চলতে পারে প্রীতির বয়ান রেকর্ডের প্রক্রিয়া। প্রীতির বয়ান রেকর্ড পর্ব শেষ হওয়ার নেওয়া হবে নেস ওয়াদিয়ার বয়ান।

অভিযোগ জানানোর পর থেকেই সংবাদমাধ্যমের থেকে দূরে থাকতে আমেরিকায় চলে গিয়েছিলেন প্রীতি। রবিবার দেশে ফেরেন তিনি। তদন্তকারী অফিসার জানান, প্রীতির বয়ান রেকর্ড খুব গুরুত্বপূর্ণ। জানতে হবে প্রীতি ঠিক কোথায় বসেছিলেন। প্রীতির বয়ান রেকর্ডের পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। পুলিসের কাছে লিখিত অভিযোগে প্রীতি জানিয়েছেন, "আমি নিজের সিটে যাওয়ার জন্য উঠেছিলাম, তখনই নেস আমার সিটে আসে ও আমার ওপর চিত্‍কার করতে শুরু করে। সকলের সামনে আমাকে অপমানও করে।" এরমধ্যেই ৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিস।

গত ১২ জুন নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রীতি। যদিও প্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেস। পাঁচ বছরের সম্পর্ক ভাঙার পর শুধুমাত্র কিংস ইলেভেন পঞ্জাবের ব্যবসায়িক সূত্রেই যুক্ত ছিলেন বলিউড অভিনেত্রী ও বম্বে ডাইংয়ের ম্যানেজিং ডিরেক্টর।

First Published: Tuesday, June 24, 2014, 13:30


comments powered by Disqus