Last Updated: June 18, 2014 21:24

প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া বিতর্কে নতুন জল্পনা। শোনা যাচ্ছে কিংস ইলেভেন পঞ্জাবের শেয়ার বেচে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকাপাকি ভাবে চলে যাওয়ার কথা ভাবছেন প্রীতি। রিপোর্ট অনুযায়ী, প্রীতি ও নেস দুজনেরই ২৩ শতাংশ করে শেয়ার রয়েছে আইপিএল দলে। সূত্রে খবর, আদালতের বাইরে ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন দুজনেই। যদিও প্রীতির আইনজীবী খবরের সত্যতা স্বীকার করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারেও এখনও মুখ খোলেননি প্রীতি।
১৩ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দায়ের করা এইআইআরে প্রীতি জানিয়েছিলেন, গত ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলাকালীন তাঁকে প্রকাশ্যে অপমান করেছিলেন নেস। এই বিষয়ে টানা ৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। যদিও, সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা সম্পর্কে কোনও তথ্য পায়নি পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জুন প্রীতিকে সমন পাঠিয়েছে পুলিস।
অভিযোগের সত্যতা স্বীকার করেননি নেস ওয়াদিয়া।
First Published: Wednesday, June 18, 2014, 21:24