প্রিমিয়ার লিগ সকার নিয়ে জট

প্রিমিয়ার লিগ সকার নিয়ে জট

প্রিমিয়ার লিগ সকার নিয়ে জটপ্রিমিয়ার লিগ সকার নিয়ে নতুন জট। সোমবারই প্রথম সকার লিগের উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন উদ্যোক্তারা। মঙ্গলবার ফেডারেশন সচিব পরিষ্কার জানিয়ে দেন সকার লিগকে এখনও সবুজ সংকেত দেননি তাঁরা। এই সপ্তাহের শেষেই সম্ভবত দিল্লিতে হবে ফেডারেশেনের জরুরি কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেডারেশনের নিয়মমত আইএফএ-র নথিভুক্ত ছটি ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছে ছটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ফেডারেশেন এবার নতুন দাবি করতে চলেছে পিএলএস-এর কাছে। ফেডারেশন সচিব জানাচ্ছেন ক্রেসপো, সোরিনদের চুক্তিবদ্ধ টাকার নিশ্চয়তা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।
 
উদ্যোক্তারা চাইলেও আই লিগের দ্বিতীয় ডিভিসনের ফুটবলাররা কোনভাবেই সকার লিগে খেলতে পারবেন না বলে জানিয়ে দিচ্ছেন ফেডারেশন সচিব কুশল দাস।








First Published: Tuesday, February 7, 2012, 21:23


comments powered by Disqus