Last Updated: December 17, 2013 14:03

অশোক গাঙ্গুলি বিতর্কে হস্তক্ষেপ করলেন রাষ্ট্রপতি। রাজ্য মানাবাধিকার কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য চাইলেন প্রণব মুখোপাধ্যায়। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের মত জানতে চেয়েছেন তিনি।
অশোক গাঙ্গুলির অপসারণ চেয়ে এর আগে রাষ্ট্রপতিকে দুবার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। অশোক গাঙ্গুলির অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিংও। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির পদত্যাগের দাবিতে সরব হয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কপিল সিব্বাল। গোটা ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। অশোক গাঙ্গুলি স্পষ্টই জানিয়ে দিয়েছেন কোনও অবস্থাতেই পদত্যাগ করবেন না তিনি।
First Published: Tuesday, December 17, 2013, 14:03