শহরে রাষ্ট্রপতি

শহরে রাষ্ট্রপতি

শহরে রাষ্ট্রপতি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাত ৯টার কিছু পরে দমদম বিমানবন্দরে পৌঁছয় তাঁর বিমান। রাতে থাকবেন রাজভবনে। আগামীকাল দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু আগামীকালই প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যে অংশ নেবেন রাষ্ট্রপতি। সেই কারণে বাতিল হতে পারে রাষ্ট্রপতির অনুষ্ঠান। কাল সকালেই তিনি দিল্লি ফিরে যেতে পারেন। ইতিমধ্যেই শনিবার বিকেলে ন্যাশনাল টেস্ট হাউসে রাষ্ট্রপতির অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।  

আজ রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিছকই সৈজন্য সাক্ষাৎ ছিল। প্রায় আধ ঘিণ্টা তাঁদের মধ্যে কথা হয়।

First Published: Friday, November 30, 2012, 23:40


comments powered by Disqus