Last Updated: March 7, 2012 18:29

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তিতে সই করলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রতিভা পাটিল চুক্তিতে সই করার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারকে জানানো হয় বিষয়টি।
জিটিএ চুক্তিতে রাষ্ট্রপতির সইয়ের বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সম্প্রতি পাহাড় সফরে গিয়ে জিটিএ চুক্তি শীঘ্রই কার্যকরী করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জিটিএ বিলে সম্মতি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিল কেন্দ্রও। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। অন্যদিকে তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজাই জিটিএ-তে অন্তর্ভুক্তির বিষয়ে যথেষ্ট আশাবাদী মোর্চা নেতৃত্ব।
First Published: Wednesday, March 7, 2012, 18:29