Press club, kolkata, Election 2014

রাজ্যে সুষ্ঠু ভোটের দাবিতে কমিশনকে চিঠি বুদ্ধিজীবীদের

রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। তাঁদের মধ্যে রয়েছেন, শঙ্খ ঘোষ, মৃণাল সেন, সোমনাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সহ মোট ৩০ জন। রবিবারই তাঁদের এই চিঠি পৌছে দেওয়া হয়েছে কমিশনের কাছে।

পঞ্চায়েত ভোট ২০১৩। প্রায় প্রতিদিনই রাজ্যে কোনও না কোনও প্রান্তের সন্ত্রাসের ছবি ফুটে উঠেছিল টিভির পর্দায় কিংবা সংবাদপত্রের প্রথম পাতায়। সরব হয়েছিলেন অনেকেই। মিছিল হয়েছে। মিটিং হয়েছে। সরাসরি প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবীরাও। তবে, তাতে যে অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছিল এমন নয়।

লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফার ভোটের শেষে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বুদ্ধিজীবীরা। একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীর স্বাক্ষর করা চিঠি পাঠানো হল কমিশনে।

চিঠিতে নাম রয়েছে ৩০ জনের। কারা রয়েছেন সেই তালিকায়? রয়েছেন মৃণাল সেন, সোমনাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, তরুণ মজুমদারের মতো ব্যক্তিত্ব। সংগঠকদের দাবি, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উষা গাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীর সই না থাকলেও তাঁরা সম্মতি দিয়েছেন।

First Published: Sunday, April 20, 2014, 20:19


comments powered by Disqus