Last Updated: June 28, 2012 10:38

আজ মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন রাষ্ট্রপতি পদে ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি। সকাল এগারটা নাগাদ মনোনয়ন পেশ করবেন তিনি। আজই দুপুর আড়াইটে নাগাদ মনোনয়ন পেশ করবেন এনডিএ সমর্থিত প্রার্থী পূর্ণ অ্যাজিটক সাংমাও। ইউপিএ প্রার্থী এবং এনডিএ মনোনীত প্রার্থীর মনোনয়ন পেশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে রাইসিনা হিলসের দৌড় শুরু হবে।
প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী, ইউপিএর অন্যান্য নেতা-নেত্রীর সাক্ষর-সহ ৪ সেটের মনোনয়ন পত্র পেশ করবেন প্রণব মুখার্জি। মোট ৪৮০ জন সাংসদ এবং বিধায়ক প্রণব মুখার্জির মনোনয়ন পত্রে তাঁর নাম প্রস্তাব ও সমর্থন করবেন। প্রণববাবুর মনোনয়ন পত্রে সই করেছেন প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। তাত্পর্যপূর্ণভাবে প্রণববাবুর একদফা মনোনয়ন পত্রে প্রথম সই করেছেন এনডিএ আহ্বায়ক তথা জনতা দল(ইউনাইটেড) সভাপতি শরদ যাদবও। এছাড়া মনোয়নপত্রে সই করেছেন মুলায়ম সিং যাদব এবং মায়াবতীও। আজই মনোনয়ন পেশের আগে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সদস্যপদ ছাড়বেন প্রণববাবু। মনোনয়ন পেশের পর প্রণববাবুর স্বীকৃত প্রতিনিধি হবেন চন্ডীগড়ের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী পবনকুমার বনশল।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে পি এ সাংমার থেকে অনেকটাই এগিয়ে আছেন প্রণব মুখার্জি। তবে মনোনয়ন পেশের সময় শক্তি প্রদর্শনের সুযোগ সম্ভবত হাতছাড়া করবে না বিজেপিও। হেভিওয়েট বিজেপি নেতারা তো বটেই, নরেন্দ্র মোদীও উপস্থিত থাকতে পারেন পি এ সাংমার মনোনয়ন পত্র পেশের সময়। উপস্থিত থাকতে পারেন জয়ললিতা, নবীন পট্টনায়ক এবং সদ্য এনডিএ জোটে যোগদানকারী জনতা পার্টির সভাপতি সুব্রহ্মণ্যম স্বামীও।
First Published: Thursday, June 28, 2012, 10:38