বাড়তে পারে ডিজেল, গ্যাসের দামও, price hike ok disel and cooing gas

বাড়তে পারে ডিজেল, গ্যাসের দামও

বাড়তে পারে ডিজেল, গ্যাসের দামওশুধু পেট্রোলের  নয়, কেন্দ্রীয় সরকার ফের দাম বাড়াতে চলেছে ডিজেল এবং রান্নার গ্যাসের। দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসতে চান  পেট্রোলিয়াম মন্ত্রী এস জয়পাল রেড্ডি। তাঁর যুক্তি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির প্রতিদিন প্রায় ৩৩৩ কোটি টাকা লোকসান হচ্ছে, ফলে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।
সংসদের শীতকালীন অধিবেশনের আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসতে পারে মন্ত্রিগোষ্ঠী। উল্লেখ্য, তেল সংস্থাগুলির দাবি মেনে পেট্রোলের দাম আংশিক নিয়ন্ত্রণমুক্ত করা হলেও ডিজেল, কেরোসিন রান্নার গ্যাসের মূল্যনির্ধারণের বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় পেট্রোলিনয়াম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন।

First Published: Wednesday, November 2, 2011, 19:11


comments powered by Disqus