Last Updated: November 8, 2013 21:28

বাজারে আলু উধাও হওয়ায় মাথায় হাত দিয়েছিল মধ্যবিত্ত। এবার বাজারে গিয়ে দেখা যাচ্ছে শাক সবজিও চলে গিয়েছে হাতের নাগালের বাইরে। শীলকালীন শাক-সবজি সহ সবকিছুই বিক্রি হচ্ছে আগুন দামে।
বাজারে সবজি যে নেই তা নয়। তবে গত কয়েক দিনে যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে সবজির দাম।
আগুন দামে বিক্রি হচ্ছে উচ্ছে, বেগুন, পটল, লাউ।
লাউয়ের দাম কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা। বাঁধাকপি ৩৭ টাকা। ফুল কপি কেজি ৪০ টাকা। পটল ৪০ টাকা। বেগুনের দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
সবজির আগুন দামের কথা মেনে নিচ্ছেন বিক্রেতারাও।
পুজোর মরশুম কাটলে দাম কমার আশ্বাস দিচ্ছেন বিক্রেতারা। যদিও পুজোর পর বাজারে আসা শীতকালীন শাক-সবজির আকাশ ছোঁয়া দাম কিন্তু অন্য কথা বলছে। সবমিলে একদিকে যখন আলুর জন্য হাহাকার চলছে। তখন মহার্ঘ সবজি মধ্যবিত্তের মাথাব্যাথা আরও বাড়িয়ে দিচ্ছে।
First Published: Friday, November 8, 2013, 21:28