Last Updated: November 14, 2012 15:49

রাত পোহালেই ভাইফোঁটা। প্রতিপদের ফোঁটা আজ সন্ধের পরেই। কিন্তু মধ্যবিত্ত বাঙালির ঘুম কেড়ে নিয়েছে আগুনে বাজারদর। মাছে-ভাতে অভ্যস্ত বাঙালি ভাইকে মাছ দিয়ে তুষ্ট করতে গেলে পকেট থেকে বেরিয়ে যেতে পারে কয়েকহাজার টাকা। কারণ, মাছের রাণী ইলিশ প্রতি কেজি বুধবার বিক্রি হচ্ছে বারোশ টাকায়। অন্যান্য মাছের দাম সবই ঘোরাফেরা করছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে।
হাত ছোঁয়ানো যাচ্ছে না সবজিতেও। ফুলকপি বা কড়াইশুটির মত শীতের সবজির দাম বেড়েছে ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। একইভাবে আগুন ফলের বাজারও। বাজারে সদ্য আসা কমলালেবু এক একটি দশ টাকা করে বিক্রি হচ্ছে । এই অবস্থায় সাধ ও সাধ্যের মেলবন্ধন মধ্যবিত্ত বাঙালির কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ফোঁটা দেওয়ার আগে বোনেরা ভাইদের মিষ্টি খাইয়ে দেয় এটাই রীতি। কিন্তু মিষ্টির দামও বেশ চড়া।
First Published: Wednesday, November 14, 2012, 15:49