Last Updated: March 26, 2012 14:00

প্রাথমিকে ক্লাস ওয়ানে ভর্তির ক্ষেত্রে বয়স সীমা এবার বাড়িয়ে ৬ বছর করল রাজ্য সরকার। এতদিন ৫ বছর বা তার বেশি বয়সের শিশুরা ক্লাস ওয়ানে ভর্তির সুযোগ পেত। এবার থেকে সেই সীমা বেড়ে ৬ থেকে ৭ করে দেওয়া হল। এবার থেকে ক্লাস ওয়ানে ভর্তি হতে গেলে একজন শিশুর বয়স ৬ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে ৬ বছরের নিচে বয়স থাকা কোনও শিশু ক্লাস ওয়ানে ভর্তির সুযোগ পাবে না।
ইতিমধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার । নতুন নিয়মে ক্লাস ফাইভে ভর্তির বয়স করা হয়েছে ১০ বছর । এক্ষেত্রে ১০ থেকে ১১ বছরের মধ্যে যেসব শিশুর বয়স তারাই ক্লাস ফাইভে ভর্তির সুযোগ পাবে। ২০১৩ সাল থেকে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিযেছে সরকার। সরকারের দাবি শিক্ষা অধিকার আইন মেনেই এই নতুন নিয়ম কার্যকর করা হল।
First Published: Monday, March 26, 2012, 14:22