Last Updated: November 9, 2011 11:51

দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত করার বার্তা নিয়ে মালেতে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী নমোহন সিং। এদিন বিমানে ওঠার আগে দিল্লিতে মিডিয়ার মুখোমুখি হয়ে ৭ রেসকোর্স রোড়ের বাসিন্দা জানান, সার্কভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর স্বার্থেই বিধিনিষেধ শিথিল করার প্রয়োজনীয়তা রয়েছে।
সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দুপুরে মলদ্বীপের রাজধানী মালে পৌঁছন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর সফরসঙ্গী হিসেবে এসেছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা। সার্ক সম্মেলনের মাঝেই বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকে বসবেন মনমোহন সিং। বৈঠক হওয়ার কথা দুই দেশের বিদেশমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীদেরও। ভারতকে বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরীণ জটিলতা এখনও কাটেনি। কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকে সেই বিষয়টিও আলোচনায় উঠতে আসতে পারে। মালে-তে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকে বসবেন মনমোহন সিং। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে জটিলতা দূর করতে ওই বৈঠক সাহায্য করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
First Published: Wednesday, November 9, 2011, 17:20