Last Updated: August 28, 2012 20:56

প্রেসিডেন্সি জেল থেকে উধাও হয়ে গেল দুই বিচারাধীন বন্দি। পলাতক দু`জনই বাংলাদেশি বলে জানানো হয়েছে জেল তরফে।
মঙ্গলবার দুপুর থেকেই এঁদের দুজনের কোনও হদিশ না পেয়ে তল্লাশি শুরু করে পুলিস। জেলের প্রাচীরের গায়ে পায়ের ছাপ দেখে জেল কর্তৃপক্ষ সন্দেহ করছে, দেওয়াল টপকেই পালিয়েছেন দুজনে। অন্যদিকে এদিনই পালানোর সময়ে হাতেনাতে ধরা পড়ে যায় আরও দুই বন্দি।
First Published: Tuesday, August 28, 2012, 20:56