পিগি চপসের নতুন বাহন, রোলস রয়েসে সওয়ারি জংলি বিল্লি

পিগি চপসের নতুন বাহন, রোলস রয়েসে সওয়ারি জংলি বিল্লি

পিগি চপসের নতুন বাহন, রোলস রয়েসে সওয়ারি জংলি বিল্লি  মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন। এগারো বছর কাটিয়ে ফেলেছেন বলিউডে। সাফল্যের শিখরে পৌঁছছেন। অভিনয়ের পাশাপাশি গানও গাইছেন। বিদেশি ফটোশুটও করেছেন। তাই নিজেকেই নিজে রোলস রয়েস উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভিডিও ম্যাগাজিন লহরে-র খবর অনুযায়ী ২ কোটি টাকা দিয়ে রোলস রয়েস কিনেছেন প্রিয়াঙ্কা। এখন নিজের মনের মত করে নতুন গাড়ি সাজাচ্ছেন বলিউডের ঝিলমিল চ্যাটার্জি(বলিউডে প্রিয়াঙ্কার চরিত্রের নাম)। ভাল মিউজিক সিস্টেম আর স্টোরেজ স্পেস যেখানে ইচ্ছামত খাবার রাখা যাবে, প্রিয়াঙ্কার প্রয়োজনের তালিকায় শীর্ষে রয়েছে।

আশা করা যায় খুব তাড়াতাড়ি নিজের নতুন বাহন রোলস রয়েসের স্টিয়ারিং-এ দেখা যাবে পিগিকে।

First Published: Sunday, December 8, 2013, 20:04


comments powered by Disqus