Last Updated: May 22, 2013 16:23

একের পর এক ছবিতে দর্শক হৃদয়ে ঝড় তুললেও এতদিন আমজনতার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার পাঠ্যবইয়ের পাতায় চলে এলেন প্রিয়াঙ্কা। সিবিএসসি বোর্ড অ্যাফিলিয়েটেড স্প্রিংডেট স্কুলের পাঠ্যবইয়েই বিষয়বস্তু এখন প্রিয়াঙ্কার জীবনী।
এনভয়রমেন্টাল স্টাডিজ বিষয়ের বইয়ে রোভিং ফ্যামিলিজ, শিফটিং হোমস নামে ঠাঁই পেয়েছে প্রিয়াঙ্কার জীবনী। ছোটবেলা থেকে শুরু করে বাবার আর্মিতে থাকার দরুন ক্রমাগত শহর পরিবর্তনের কাহিনি, গ্ল্যামার দুনিয়ায় সাফল্য সবকিছুই থাকবে জীবনীতে।
First Published: Wednesday, May 22, 2013, 16:23