প্রিয়াঙ্কা বলবেন, হলিউড শুনবে

প্রিয়াঙ্কা বলবেন, হলিউড শুনবে

প্রিয়াঙ্কা বলবেন, হলিউড শুনবেহলিউডে পাড়ি জমাতে চলেছেন জংলি বিল্লি। ক্লে হলের থ্রি ডি অ্যাকশন অ্যানিমেশন ছবিতে শোনা যাবে প্রিয়াঙ্কার গলা। ইতিমধ্যেই ডিজনির সঙ্গে চুক্তিপত্র সই করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে ডেন কুকের কন্ঠের বিপরীতে শোনা যাবে প্রিয়াঙ্কার কন্ঠস্বর।

ছবিতে এশিয় চরিত্র ইশানির কন্ঠে শোনা যাবে প্রিয়াঙ্কার গলা। বহুদিন ধরেই একজন ভারতীয় অভিনেত্রীর সন্ধানে ছিলেন প্রযোজকরা। আপাতত ইংরেজি সংস্করণে শোনা যাবে প্রিয়াঙ্কার কন্ঠস্বর। তবে হিন্দিতেই প্রিয়াঙ্কাই কন্ঠ দেবেন কি না সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

আগামী ২৬ জুলাই ভারতে মুক্তি পাবে ছবিটি।

First Published: Wednesday, March 13, 2013, 20:06


comments powered by Disqus