Last Updated: July 8, 2012 21:18

দীর্ঘ প্রতীক্ষার পরেও সুযোগ হাতছাড়া। আমরা করিনা কাপুরের কথা বলছি। সঞ্জয় লীলা বনশালীর ছবি `রামলীলা`য় এবার করিনার জায়গায় নতুন নায়িকা হতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে বাদ যায়নি এভারগ্রীন উইলিয়াম শেকস্পিয়ারের প্রভাব। বনশালীর `রামলীলা`র গল্পে রয়েছে `রোমিও জুলিয়েটের` ছায়া।
ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। অক্টোবরেই ছোটে নবাব সইফ আলি খানের সঙ্গে সংসার পাততে চলেছেন করিনা। বলিউড সূত্রে খবর, সেই কারণেই নাকি সঞ্জয়কে `না` করলেন তিনি।
করিনার জায়গায় প্রথমে অন্য কাউকে নিতে না চাইলেও পরে মত পালটান বনশালী। ছবিটির গল্প সম্পর্কেও খুব কমই জানতেন বেবো। অথচ তাঁর আগ্রহ ছিল ষোলো আনা। কিছুদিন আগে ন্যাশনাল ট্যাবলয়েড-কে দেওয়া একটি সাক্ষাত্কারে করিনা জানান, ২০১২-র সেপ্টেম্বরে এ ছবির মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহী তিনি।
তবে পিছিয়ে নেই প্রিয়াঙ্কাও। গত তিন সপ্তাহ ধরে অনেক সাধ্যসাধনার পর মন পেয়েছেন বনশালীর। এ সুযোগ ছাড়েন কি করে তিনি? কিন্তু থেকে যায় একটি প্রশ্ন। প্রিয়ঙ্কা যদি এই চরিত্রটি পান তাহলে কি সরাসরি প্রতিদ্বন্ধীতায় নামবেন করিনার সঙ্গে? এখন সেদিকেই তাকিয়ে বলিউড।
First Published: Sunday, July 8, 2012, 21:18