ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল

ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল

ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচলবেদিয়াপাড়া আন্ডারপাসের কাজ চলাকালীন ধসের জেরে ব্যাহত হল ট্রেন চলাচল। শনিবার রাত সাড়ে ন`টা নাগাদ ধস নামে নোয়াপাড়া এলাকায়।

১৫ দিন আগে আন্ডারপাসের জন্য গর্ত করার কাজ শুরু হয়েছিল। রেললাইনের ধারে গার্ডওয়াল তৈরি করা হলেও মাটি পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। এমনকী, রেললাইনের একেবারে গা ঘেঁসে গর্ত খোঁড়া হলেও রেলকর্তৃপক্ষকে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানানো হয়নি। ফলে ধীরে ট্রেন চলাচল বা অন্য কোনও সর্তকতামূলক পদক্ষেপ নেয়নি রেল। এরফলেই ধস নেমেছে বলে অনুমান। ধসের জেরে শিয়ালদহ মেইন শাখার এক নম্বর আপ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।





First Published: Sunday, February 26, 2012, 14:23


comments powered by Disqus